বিজয় হওয়ার পরে মাস্টার মাইন্ড নাম,
ঐক্যবদ্ধ না হলে তো হতো না এ কাম,
ঐক্যবদ্ধ ছিলো কারা শোনেন এবার ভাই,
বৃদ্ধ থেকে শিশু যোদ্ধা কারো ঘাটতি নাই,
মাস্টার মাইন্ড একমাত্র ছিলো উপরওয়ালা,
যে যার নামই বলুক তাকে হয়নি ষোলকলা,
গুলির সামনে বুক পেতে দেয় নয় কো সেটা যাদু,
ভয় কি জিনিস তুলেছিলেন মোদের মহান প্রভু,
দেশ বাঁচাতে বুলেট বোমা রুখতে দিলো প্রাণ,
তাই তো তারা সারাজীবন থাকবে চির অম্লান
স্বৈরাচারে কেড়ে নিলো হাজার লোকের প্রাণ
এর পরেও কি যাবে করা তারই গুণওগান,
তবুও দেখি বহু মানুষ পশু সমতুল্য,
এই লড়াইয়ে জীবন দেয়ার দেয়না কোন মুল্য,
সাহস নিয়ে ঐক্য গড়ে করছে প্রতিরোধ,
তাই এ বিজয় এটাই যেন চরম প্রতিশোধ
কেউ বা বলে আবু সাঈদ করছে আত্মহত্যা
আবার কেউ বা সন্ত্রাসী বলে ছড়ায় কিছু বার্তা,
মনুষ্যত্ব নষ্ট হলেই তারা খুনির পক্ষ নেয়,
শহীদ ভাইদের নামে তারাই মিথ্যা অপবাদ দেয়,
নেতা পুজায় অন্ধ তারা বিবেক কিছুই নাই,
স্বৈরাচারের পদতলে নিয়েছিলো ঠাই,
স্বৈরাচার নাই নেতাও নাই তার আছে ধামা ধরা,
যতই করুক লাফালাফি তাদের কর্ম সাড়া,
কত রক্ত ঝড়লো দেশে তা নিয়ে নেই কথা,
উপদেষ্টার বসা নিয়ে দারুন মাথা ব্যথা,
কেমন করে মারলো মানুষ দেখলো সারা বিশ্ব
হাজার হাজার পরিবার আজ হয়ে গেছে নিঃস্ব,
তাদের পাশে কেউ দাড়ায়না ফুফড়ে কাঁদে ওরা
এই বিজয় টা আসতো না আজ তাদের রক্ত ছাড়া,
আমরা হয়তো ভুলেই যাবো তাদের অবদান,
কিন্তু আল্লাহ তাদের সহায় হইও মেহেরবান,