ছাত্র সমাজ নিলে হাতে ঝাড়ের কাঁচা বাঁশ,
বাংলাদেশে তৈরি হবে নতুন ইতিহাস রে ভাই
নতুন ইতিহাস।
দেশে এখন ঝড়ছে কত শিক্ষার্থীর রক্ত
কোন চেতনায় জামাত শিবির করবে রে বিভক্ত রে ভাই
করবে রে বিভক্ত।

ওরে দেশের জন্য জীবন দিল আবু সাঈদ মুগ্ধ ,
কোন চেতনতায় করিস তাদের দুই ভাগে বিভক্ত রে ভাই
দুই ভাগে বিভক্ত।
ওরাই বাংলা ওরাই মোদের পদ্মা মেঘনা যমুনা
ওদের ছাড়া বাংলাদেশকে ভাবতে পারিনা রে ভাই
ভাবতে পারিনা।
তোমরা যে চেতনার বুলি জনগণরে শোনাও,
সেই চেতনার ধোকাবাজি সেই চেতনার ধোকাবাজি
জাতি বুঝতে পেরেছে তাই তোমারে বিদায় দেওয়ার
আওয়াজ তুলেছে রে ভাই আওয়াজ তুলেছে।

কেঁন্দে কেঁন্দে জাতির কাছে তুমি জানতে চাও,
কি অপরাধ করছো যেটা খুঁজে নাহি পাও,
শত শত তাজা প্রাণের রক্ত নিয়েছো তুমি
মুখের কথা কেড়ে নিছো বলবো কি আর আমি।
এখন একটা রাস্তা তোমার করবে পদত্যাগ,
তাইলে সাথে রাখতে পারবে তোমার কালো ব্যাগ,
নইলে ওরা আবার নিবে-২ হাতে তুলে বাঁশ,
এক নিমিষেই পাল্টে যাবে বাংলার ইতিহাস রেভাই
বাংলার ইতিহাস।
হবে নতুন ইতিহাস।