অপরাধ করা নয় অপরাধ,
দেখাটাই যেন পাপ,
বলতে তো সব আছেই মানা
ওরে বাপরে বাপ,
এভাবেই তো অপরাধীরা
পাড় পেয়ে যায় বেশ,
চললে এভাবে থাকবেনা সমাজ
ধ্বংস হবে দেশ,
বিচারহীনতার দৃষ্টান্ত দেখতে যদি চাও
নদীপথ বা সড়কপথে বাংলাদেশে যাও
সেথায় গেলে দেখতে পাবে সরকারি কিছু কাজ
কর্মযজ্ঞ চলছে সদা দংশাতে সমাজ,
বেসরকারি প্রতিষ্ঠানও ভুগছে অবিচারে
দেখবে যারা তারাই যেন লিপ্ত পাপাচারে,
বাদীকে সদা জেরার চোটে করছে হেস্তনেস্ত
কারণ হলো বিচারকসহ বিবাদীরাই পাপে ব্যস্ত
অপরাধীর বিচার হলে নিজেও যাবে ফেসে
বিচারক তাই বাদীকে দোষার চেষ্টা করে হেসে
দিন দিন সেই অপরাধীরা যেন হচ্ছে ভয়ংকর,
ক্ষমতার বলে জুলুম করে দেখায় অহংকার,
যখন যাকে ইচ্ছে হলেই করছে চাকরিচ্যুত
নিজের কর্মে নেই অনুতাপ হচ্ছে না বিচ্যুত।
যার প্রভাবে নিরীহরা আজ সত্যি নিরুপায়,
একটাই আশা বঞ্চিতরা আজ বিচার যেন পায়,
উচিত কথা বলা যাবেনা অন্যায় সেটা আজ
অপরাধ দেখা অপরাধ হয় এ কেমন সমাজ,