বহুদিন পরে বহু স্মৃতি যে পরছে মনে আজ,
তাই নিয়েছি সব স্মৃতিকে জড়িয়ে বাঁধার কাজ,
বহুবার ভাবি তোমাদের কথা ভবদিয়া স্কুল,
ভাবাটাই যেন হয়ে গেছে আজ অমার্জনীয় ভুল,
সকলের দ্বারে ঘুরে ঘুরে আমি নিজেকে করেছি হেয়,
দুমুঠো ভাত খেতে পারি আমি এর চেয়ে কি আছে শ্রেয়?
তবু কেন জানি চোখে আসে পানি হৃদয়ে রক্ত ক্ষরণ,
যখনই ভাবি তোমদের কথা স্মৃতিগুলো হয় স্মরণ।
ভাবতে পারিনি তোমরা অনেকেই আজও হীনমনা
উত্তম ভেবে পদচারণ আজ নিজে নও সম ধূলিকণা।
তবুও আমি হইনি অবাক অহমিকা দেখে তব,
দুই যুগ পর দেখবো বলেই আজ বহু কিছু সয়ে নিব,
তোমরা ভাল, জেনে ভাল লাগে আসে অশ্রু ভেজা হাসি
শতকিছুর পরও যে আমি তোমাদের ভালবাসি।
বন্ধু মানে ভাইয়েরও চেয়েও এক উত্তম বন্ধন
কারো কারো তরে বন্ধু মানে বুক ভরা ক্রন্দন।
স্বার্থক আমি বলবো নিজেকে মিলন যদি হয়,
ধুয়ে যাবে সব ক্ষোভ আক্ষেপ যদি কারো কিছু রয়।
সকলের তরে সমবেদনা আর কৃতজ্ঞতা ঢের,
দুই যুগ পরে আবার স্কুলে যাবো কেউ পাইনি টের
ছোটবেলার সেই ভবদিয়া স্কুল কত স্মৃতি উঠবে ভেসে
উপভোগটা সুমধুর হবে যদি সমবেত হই ভালবেসে।