গান
তেল ছাড়া চলেনা দুনিয়া
সাইফুল ইসলাম এনালিস্ট

তেল ছাড়া চলেনা দুনিয়া,  
দেখো ভাবিয়া,  তেল ছাড়া চলেনা দুনিয়া
তেইল্যা মাথায় তেল মারিয়া, ২
চলছে সবাই মিলিয়া,
তেল ছাড়া চলেনা দুনিয়া,  
দেখো ভাবিয়া,  তেল ছাড়া চলেনা দুনিয়া

যে কাজ করলে কেউ সাজা পায়,
কেউ মজা পায় হাসিয়া,
কেউ বা আবার বস হয়ে যায়
সেই একই কাজ করিয়া,
তেল ছাড়া চলেনা দুনিয়া,  
দেখো ভাবিয়া তেল ছাড়া চলেনা দুনিয়া

হক কথা কইলে কারো যায়না পাওয়া শুভেচ্ছা.. ….
ক্ষমতা যার আছেরে ভাই যায় করে যায় যথেচ্ছা
যায় করে যায় যথেচ্ছা... …
তেলের চোটে ভাল মন্দ দেখেনা কেউ ভাবিয়া,
তেল ছাড়া চলেনা দুনিয়া....  ঐ

আমি কইলে কোন কথা, কেউ কেউ পায় হদয়ে ব্যথা
এই কথাটা তার জন্য নয় দেখেনা সে ভাবিয়া,
অযথাই সে তর্ক করে আমার সাথে আসিয়া
তেল ছাড়া চলেনা দুনিয়া....  ঐ

তেলটা এমন অমূল্য ধন, মনে হয় মানিক ও রতন-২
এমন বস্তুর মর্ম কিন্তু সকল লোকে বুঝেনা,২
তেল ছাড়া চলেনা দুনিয়া,

কেউ বা কারো দেয় ঘাড়ে পা যাইতে উপরে উঠিয়া,
নিচের লোকে নড়ে উঠলে ধুলোয় পরবে লুটিয়া ২
গর্ব নিয়ে খর্ব করে পাগলে না বুঝিয়া, ২
তেল ছাড়া চলেনা দুনিয়া   দেখো ভাবিয়া
তেল ছাড়া চলেনা দুনিয়া......