ধর্ম ব্যবসার সূচনা
মুনজেরিন আয়মান
কেউ বা করে বাইরে প্রেম আর
মসজিদেতে বিয়ে,
ফেসবুক সহ সব মিডিয়া
ব্যস্ত সেটা নিয়ে,
মসজিদটারে বানাইল মঞ্চ থিয়েটার
প্রেম গড়ায়ে হলো তাদের বিয়ে আবিস্কার,
ইসলাম টারে ব্যবসার পুঁজি
অনেক লোকে ভাবেন,
তাইতো হাতে তাজবি নিয়া
মাথায় পট্টি বাঁধেন,
কেউবা নামে লিখতে হাজী
করেন বিনিয়োগ,
সেইসাথে সে ব্যবসার আইটেম
করেন কিছু যোগ,
নির্বাচনে জয়ি হতে করেন
কিছু ফুন্দি
জনসভায় লোককে শোনায়
তোমাদের লাগি কান্দি,
হিন্দুদের কে করতে খুশি
কৃষ্ণের পথে চলে,
তারা যেন পুরাই হিন্দু
এমন কথা বলে,
ধর্ম নাই ব্যথা নাই
সব ধর্মই তো সমান,
ভোটের জন্য প্রয়োজনে
বিক্রি করে ইমান,
এটাই হলো ধর্ম নিয়ে
ব্যবসার নমুনা,
এই সভাবটা কারকার আছে
কেউ তো জানিনা,
ধর্মটাকে রাখলে পুঁজি
ব্যবসাটা হয় ভাল,
তাই তো তারা বিয়ে করতে
মসজিদেতে গেল,
যতই করো মসজিদে বিয়ে
লোক ঠকাবার তরে,
সুখ হবেনা বলে দিলাম
এমন বিয়ে করে,
মসজিদটারে করলে তোমরা
এমন অপমান?
নাচানাচি করবিই যদি তবে একি
মুনজেরিন আয়মান?