ইয়াহুদীরা পৃথিবীতে অভিশপ্ত জাতি,
সারা বিশ্ব বুঝেছে যে কেমন তাদের গতি।
সবার কাছে আতঙ্ক এক জাতির গল্প শোন,
হীটলার কিন্তু বুঝেছিলেন ইয়াহুদীরা কি জিনিস,
তাই তো তিনি চেষ্টা করতেন, করতে তাদের ফিনিশ।
যদিও হীটলার নিজেই ছিলেন একটি সৈরাচার,
তবুও অভিশপ্ত জাতি করেছেন আবিস্কার,


সৈরাচারী মানুষ কিন্তু কভু ভাল নয়,
কাটা দিয়ে কাটা তুলতে তাদের দরকার হয়।
একই ভাবে যারা হবে অভিশপ্ত জাতি,
সৈরাচারী শাসক আসবে করতে তাদের ক্ষতি।
কোন কারণে আমাদের আজ এমন হলো দশা,
চোরেদের দাপটে আজ সাধুরা কোনঠাশা।
চুপ থাকাতে এমন দশা নেই তো মোরা সুখে
থাকবোনা আর চুপটি করে তুলবো আওয়াজ মুখে।

সৈরাচারীও মানবোনা আর মানবোনা ইয়াহুদী,
লড়াই করে যাবো মোরা প্রাণটা থাকে যদি।
চারিদিকে কোটার ধণী কোটায় মেলে পাশ,
তা না হলেও আছে তো ভাই প্রশ্নপত্র ফাঁস।

‌ব্যাংক ডাকাতি লুটেপুটে ভাগাভাগীর খেলা,
এতে এখন জনগণের বেঁচে থাকাই জ্বালা।
জিনিসের দাম উর্ধগতি কেনার সাধ্য নাই,
ড্রাইভারদের সফলতার গল্প শুনতে পাই,
সঠিক ভাবে তিনবেলাতে খাইতে পাইনা মোরা,
বিলাসবহুল বাড়ি , দামি গাড়ী কেনেন তারা।
আলেমদেরকে জেলে ভরে চোরের করে সাফাই,
হাজার কোটি মাফ করে দেয় গরীবদের দেয় দোহাই।


ধনীর পকেট করছে ভারী কেড়ে গরীবের ভিটে মাটি,
সময় থাকতে সুধরাবে না, এই অভিশপ্ত জাতি।
ধনীরা সব আরো ধনী গরীব হচ্ছে ফকির,
চুরির টাকায় তাজবি কিনে করেন সদা জিকির।
সামাজিক কাজ করেন তারা সাজতে ভালো লোক,
মানুষ সদা চাইছে তাদের পাপের সাজা হোক।
যাকে ধরেন তারই দেখেন বিশাল রাজত্ব,
তাদের সাথে দেখেন খুঁজে কাদের বন্ধুত্ব।
বন্ধু হলেও মিলছে তাদের অঢেল জমি জমা।
এত চুরির দায়েও কেমনে পাচ্ছে তারা ক্ষমা?

আনার হত্যা বিলিন করলো বেনজিরের কান্ড,
কাগজে কলমে কেউ কেউ পেলেন কিছু দন্ড,
বেনজিরের কান্ড কোথায় জানেন ইতিহাস?
বেনজিররা পরলো ঢাকা এসে প্রশ্ন পত্র ফাঁস,
মতিউর আর আর্জিনারা করছে মাতামাতি,
শতবছরেও সুখ পাবেনা ঘুমন্ত এই জাতি।