চোর চোর চোর চোর
চোরেরা করে চুরি
মিলেমিশে হয়ে সঙ্গবদ্ধ,
বিরুধীতা করে দেখ
শুরু হবে যেন বিশ্বযুদ্ধ,
সব খানেতে চোরের খনি
বঙ্গবন্ধুর ভাষায়,
চোর মুক্ত সমাজ পাবো
আমরা আছি তারই আশায়,
বস চোর, চ্যালা চোর
বাকিরাও আছে কিছু
অনেকে আবার চোরেদের সাথে
তাল মিলিয়ে রয়ে যায় পিছু পিছু।
চোর চোর চোরচোর আজ সব,
চোরেদের ঠ্যালায় পরে
সাধুরা ফুফরে কেঁদে
হয়ে যায় নিরব।