৭১ যে ভুলে নাই সে ২৪ রাখবে স্মরণ,
২৪ ও যে এজাতির এক বীরত্বগাঁথা অর্জন ,
কেউ কেউ দেখি ২৪ টারে কিছু -
মনেই করতে চায়না,
কারণ তারা ১৬ বছরে ঘরে বসে নিয়েছে
ফ্যাসিবাদীদের মায়না।
তাই তো তাদের ২৪ লাগে অসয্য এক জ্বালা,
মাঝে মাঝে দেখি তারাই বলে আগেই ছিলাম ভালা।
৭১ এর চেতনা তারা বানিয়ে ফেলেছে পণ্য,
তাই তো তাদের চেতনা ব্যবসায়ী হিসেবে করে গণ্য।
আমরাও মানি ৭১ কে অস্তিত্ব আর ২৪ মোদের প্রাণ,
৭১ কে মুল্য দিতে হারাব না ২৪ শের কোন মান।
রফিক শফিক বরকতের মত আবু সাঈদও দামি,
আমি ততটা গুনী যতটা আবু সাঈদদের মানি।
রফিক শফিকদের রক্ত কিন্তু অতি মুল্যবান,
আবু সাঈদ মুগ্ধের রক্তও দেখি তাদেরই সমান।
বৈষম্য দুর করতেই দিয়েছিলো তারা প্রাণ,
তাই তো মোরা চাইনা আনতে বৈষম্যের ঘ্রান।