তব দেখি নাই আমি,
তুমি কত দামি
শুনেছি লোক মুখে,
জীবন যৌবন
সব প্রিয়জন,
হারায়েছ মদীয় সুখে।

তব সম নাই
কেউ নাই
ভুবন মাঝে।
সারাটি জীবন
কাটালে তুমি,
জনসেবা আর কাজে।

কত ব্যথিত হয়েছো তুমি,
গরীবের বেদনায়,
কতিপয় লোকে
ফেলেছে তোমায়
কত যে যাতনায়।
চোর ডাকাত আর
ঘুষ খোরদের
হয়েছিলে দুশমন
তাই দিতে হল স্বপরিবারে
তোমাকেই জীবন।

সেদিনই  স্বপ্ন হয়েছে বিলিন
গড়তে সোনার বাংলাদেশ।
করতে চুরি পরান ভরি
করলো তোমায় শেষ।
যেই স্বপ্ন দেখেছিলে তুমি
সোনার বাংলা গড়তে,
কেউ ভাবেনি এভাবে তোমার
সত্যিই হবে মরতে।
তোমার অভাব এ জাতির কভু
হবেনা  পুরন আর,
প্রতিটি ঘরে জন্মাতে হবে
শেখ মুজিবর,
তবেই আবার এজাতি হয়তো
আনতে পারিবে মুক্তি।
প্রাণ ভরে মোরা বঙ্গবন্ধু
তোমায় করি ভক্তি।

দিনে দিনে কত বাড়িয়াছে চোর
চোরের গুষ্টি চোর,
যার বিরুদ্ধে লড়াই করেছো
সারাটিজীবন ভর।
সেই চোরেরা দেশটারেই আজ
করিয়া লইবে চুরি,
তোমার মত বঙ্গবন্ধুর
নেই কো আজও জুড়ি,
গরীব দুখির দু:খ দেখে
কাঁদতে তুমি বসে,
এখন পরের ভিটে কেড়ে
সেই চোরেরা বসে বসে হাসে।

শিক্ষা জাতির মেরুদন্ড
দিচ্ছে  ভেঙ্গে ওরা,
মুক্তিযোদ্ধার নাম ভাঙ্গিয়ে
ব্যবসা করছে যারা,
রাজাকারকে মন্ত্রী বানায়
তোমার দেশে বসে,
কেমন তোমায় ললন করে
দেখতে পারতে এসে,
আল্লাহ তোমায় আবার পাঠাক
দিয়ে শক্তি বল,
নইলে দেশটা ধ্বংস করবে
রাজাকারের দল।

জনগণের সব অধিকার
করছে খর্ব তারা,
রাজাকারও মুক্তিযোদ্ধার
ভাব ধরেছে যারা।
তোমায় নিয়েও খারাপ বলতে
বুকটা তাদের কাঁপেনা এক বিন্দু
হায়নার হাতে দেশ গিয়েছে
বাঁচাও বঙ্গবন্ধু।