বাঙালীর এক বিপ্লবের নাম
শেখ মুজিবুর রহমান,
যার ভয়ে কাতর দিক হারিয়ে
পালিয়েছিল পাকিস্তান।
একাই ছিল লক্ষ মানুষ
সেই বঙ্গবন্ধু কার?
বঙ্গবন্ধু বীর বাঙালী
সম্পদ বাংলার ।
তার মত যদি একটি মানুষ
থাকতো বাংলায়,
পাক-ভারত আজ টিকতোনা কভু
যেকোন হামলায়।
রাজনৈতিক প্রতিহিংসা
আজ বাংলার আকাশে
শ'খানেক রাজাকার ক্ষমা পেয়েছে
বঙ্গবন্ধুর সকাশে।
মহান মানুষ বঙ্গবন্ধু
বাংলার বড় ধন,
তার লাগি কাঁদে আজও বসে
লাখো লাখো জনগণ।
সবাই নাকি ধারণ করে
আদর্শটা তার,
আমার একটা প্রশ্ন হলো
বঙ্গবন্ধু কার?
আওয়ামীলীগ আজ দাবি করে তারা
বঙ্গবন্ধুর সৈনিক,
কিন্তু তারা জনগণের টাকা
পাচার করছে দৈনিক।
সুদঘুষ আর মুনাফাখোরের
বিরুদ্ধে যার পা
তার সৈনিকেরা যা করছে
দেখে শিউরে ওঠে গা।
গরিব লোকের জন্য যিনি
কেঁদেছে রাত্রিভর,
সব বাঙালী জাত ধর্ম নয়
এক হয়ে সব করেছিল নির্ভর।
বঙ্গবন্ধু হিন্দু মুসলিম,
সব ধর্মের ভাই,
সে না থাকায় বাঙালী জাতির
দু:খের সীমা নাই।
পথে প্রান্তরে বাংলার বুকে
কত যে মানুষ মরে,
হক কথাটাও বলতে গেলে
জেলখানাতে ভরে।
ইসলাম প্রীয় বঙ্গবন্ধুর
ইসলামই ছিল বল,
হক কথা বলে কারাগারে
আজ আলেম ওলামার দল।
পুলিশের হাতে মৃত্যু যেন
নিত্য দিনের সঙ্গি,
প্রহার করে আহার দিয়ে
ধরে ভাল মানুষের ভঙ্গি।
জনবান্ধব লোকগুলােরে
করছে সদা গুম
ইসলাম যদি হয় বিজয়ী
তাই নাইকো তাদের ঘুম।
বঙ্গবন্ধুর রক্তে গড়া
হচ্ছে কি বাংলায়,
সত্য লোকের মৃত্যু হচ্ছে
অসতের হামলায়।
অত্যাচার আর জুলুম দেখে
বঙ্গবন্ধুর কষ্ট হচ্ছে ঢের,
বেগমপাড়ার লোকেরা এসব
পাচ্ছে না কেউ টের।
বঙ্গবন্ধু নয় কো তোমার
একার কোন মাল,
সেটাই বেঁচে খাবে তোমরা
ইচ্ছেমত চিরকাল।
আমার তোমার সবার নেতা
বঙ্গবন্ধু ভাই,
অন্যকারো সাথেই কিন্তু
তার তুলনা নাই,
যদি আমি আবার বলি
বঙ্গবন্ধু কার,
মনে রেখো বঙ্গবন্ধু
বাংলার অহংকার।