রক্ত চক্ষু নাই পরওয়া বুলেটেও নাহি ভয়,
তাই তো পেল ছাত্রজনতা কাঙ্খিত বিজয়।
বিজয় মানেই উল্লাস আর বিজয় মিছিল নয়,
বিজয় মানে জীবন দেওয়া সেটাও মানতে হয়।
শুন্য হাতে অস্ত্রধারীর সামনে বাড়ালে পা,
গুলিতে গুলিতে ঝাঝড়া হওয়া ছাত্রসেনার গা।
এমনি আসেনি এই বিজয়টি ছাত্রজনতার হাতে,
হাজারও লাশের মিছিল হয়েছে পিচঢালা রাজ পথে।

শিশু কিশোর যুবক বৃদ্ধ নারীও ছিল পাশে,
হাজার জনের জীবন দিয়ে বিজয় নিয়ে আসে।
রক্তস্নাত এই বিজয়ের আনন্দ যেমন আছে,
আবু সাঈদ আর মুগ্ধকে ভেবে কান্নাও চলে আসে।
অশ্রু ভেজা বুকটা সবার রক্তে হয়েছে লাল,
এই বিজয়ের নিশান রবে সত্যি চিরকাল।
কতটা জুলুম নির্যাতন আর নিষ্ঠুর কদাচার
তার কৃতকামে পালিয়ে গেল দারুন স্বেরাচার।

এই বিজয়ে খুশি হব তখন বিচার যেদিন হবে,
জানিনা আমি গণহত্যাকারীর বিচার হইবে কবে।
জালেমের সামনে হক বলে যারা অকুতোভয়,
তারাই যেন স্বৈরাচার হটিয়ে ছিনিয়েছে বিজয়।