আমি বিদ্রোহী
আমি বিভিষিকাময় জল,
আমি ভয় করিনা পেশি শক্তি রক্ত চক্ষু বল,
আমি বিদ্রোহী,
আমি জালিমের আতঙ্ক
আমি দুর্নিবার,
আমি ভাঙ্গিতে চাহি জালিমের মসনদ
আর পৈচাশিক কারাগার,
আমি রুখিতে চাহি অন্যায়
আর জুলুমের কড়াঘাত,
আমি বিদ্রোহী আমি সইতে জানি
শত ঘাত প্রতিঘাত।
আমি বিদ্রোহী।
আমি ভন্ড জনার দন্ড দেবার
প্রাণঘাতি হাতিয়ার,
আমি ফিরিয়ে আনিব জুলুম দমিয়ে
সঠিক ন্যায় বিচার,
পদে পদে কেহ লাঞ্চিত নয়
বাঞ্চিত রবে তায়,
জালিমের আসন ভেঙ্গে সুশাসন আনিব
জনগণ যাহা চায়।
যেই মসনদে বসে ক্রুর হাসি হেসে
রক্ত করিছে পান,
আমি বিদ্রোহী, তার জুলুমের রাজ
করিব যে খানখান।
নারী শিশু বৃদ্ধকেও ওরা
গুলি করিয়া মারে,
ওরা নির্বোধ, পোষে ক্রোধ
উহাদের নেই ধর্ম কর্ম ও মান,
নেই বিবেক বুদ্ধি
তাই নাহি বুঝিতে পারে।
আমি শতবাধাকেও পরওয়া করিনা
হিম্মত রাখি বুকে,
ধ্বংসিব তার জুলুমের হাত,
কেউ মরবেনা ধুকে ধুকে।
আমি বিদ্রোহী।