বাড়লে কিছু জিনিসের দাম থাকলে উচ্চ গতি,
মানতে পারেন বুদ্ধি করে বাংলা ফুড রেসিপি।
মাংস যদি না যায় কেনা বেশি দামে'র ফলে,
কাবাব করে খেতে পারেন জাতীয় ফল কাঁঠালে।
চালের বেশি দাম হয়েছে আলু খেলেই চলে,
কচুর পানাও খাওয়ার কথা তাও অনেকে বলে।
দাম বাড়বে ডিমের যখন কিনেন বেশি করে,
সিদ্ধ করে রাখেন সদা আপন ফ্রীজে ভরে।
প্রয়োজনে রাঁধেন ফ্রীজের সিদ্ধ করা ডিম,
গুনাগুন তার থাক বা না থাক কেটে যাবে দিন।
মরিচ নিয়ে এত চিন্তা করেন কেন ভাই?
রোদে শুখান কাঁচা মরিচ ভিজলে পাবেন তাই।
মাংস কেন খেতে হবে মাছের কাটা খান,
মাংস আর মাছের কাটায় পুষ্টি যে সমান।
পাবেন কোথা সেসব কথা বলতে আমি চুপ,
হয়তো ভাগার নয়তো পাবেন ময়লা ফেলার স্তুপ।
১০ টাকা সের না পেলেও পান ১০ টাকাতে পুয়া।
১০ টাকাতে গ্রাম খাওয়াবো যদি করেন দুয়া।
বেগুন দিয়ে বেগুনের চপ কিসের এমন দরকার,
অনেক সাদের বেগুনী হয় দেশী মিষ্টি কুমড়ার।
ইলিশ খেলে জাতীর সাথে চরম অন্যায় হবে,
জাতীয় মাছ ইলিশ শুধু বইয়ের পাতায় রবে।
দাদাদেরকে দিয়ে দেবো সেরা ইলিশ মাছ,
বাঙালীরা খাবে কিনে জাতীয় পাঙ্গাশ।
ভাতের অভাব পুরন করতে খেতাম মোরা আলু
আলুর দামে এখন আমার ঘুরায় মাথার ঘিলু।
এমন বুদ্ধি এবার যদি আরেকটা না পাই,
আলুর অভাব পুরণ করতে মরিব নিশ্চয়ই।
চালের বদলে আলু হলে আলুর বদলে কি
হয়তো এবার পাবেন সবাই নতুন রেসেপি।