জালিম কত খারাপ হলে বানায় আয়না ঘর,
গুমের রাজ্য কত নির্মম দেখবে জীবন ভর।
শেখ হাসিনা ফেরাউনের রুপ ধরছিলো ভাই,
তার বিপক্ষে গেলেই যে আর কারো রক্ষা নাই।
আয়না ঘরের বর্ণনা কেউ আজও দেয়নি ঠিক,
যে যতটুক দেখেছে সে বলেছে সেই দিক,
কেউ বা বলে সুরঙ্গ এক অন্ধকার বিছানা,
আলো বাতাস নাই সেখানে আজব এক ঠিকানা,
দুনিয়াটা কেমন দেখতে সেটাও যায় না দেখা,
এমন জায়গা কারো ভাগ্যেই না হয় যেন লেখা,
শেখ হাসিনার ক্ষমতাকে করতে স্থায়ী ভাই,
শত শত গুম হওয়া লোক পায় আয়না ঘরে ঠাই।
নিষ্ঠুর নির্যাতনের পরে নির্মম হত্যা করে,
আতঙ্ক আর ভয় ভিতির ছাপ ছিলো ঘরে ঘরে।
সেই ফেরাউন বিদয় নিলো গেল দাদার কাছে,
দাদা বলে আমি কান্তু থাকবো না তোর পাশে,

জনগণের রক্ত পাতে করছো পলায়ন,
কদিন বাদে তোমার নামে আসিবে সমন,
তোমার জন্য বাংলাদেশের সাথে আমি ভাই,
কোন ভাবেই দু;সম্পর্ক করতে রাজি নাই।
তখন থেকেই  নির্দেশ দিছে নেতা কর্মীদের
যে করেই হোক মাঠে  নামতে হবে আমাদের।
প্রয়োজনে সংখ্যালঘুর বাড়ি বাড়ি হামলা,
তাহলেই তো ইন্ডিয়ারা করে দিবে মামলা,
তখন আমরা খেলতে পারবো পারবো অনেক কিছু,
ব্যর্থ করতে এই সরকারের লেগে থাকবো পিছু।
ওরা যদি ক্ষমতায় যায় আমার হবে কি,
ওদের উপর হাজার হাজার জুলুম করেছি,
হয়তো আমার সেই দশাটা করতে হবে ভোগ,
ভুলে যাবো আমার বাবার আগষ্ট মাসের শোক।
তোদের কাছে একটাই আশা করিস না কো পর,
আমি কিন্তু যাইতে চাই না আমার আয়না ঘর।
সেথায় গেলে একটাদিনও বাঁচবো না কো আমি,
এমন দশা আমার হবে আগে কি তা জানি।