এই ছোট্ট্র জীবনের ১৬ টি বছর কেটেছে কত যে কষ্টে,
মানুষ ঘর ছাড়া ছিল পুলিশের ভয়ে না ধরে আস্টে পিষ্টে,
মতের অমিল হলেই হত গুম না হলে খুন,
কথা মত না চললেই দিত শাস্তি বহুগুণ,
মুক্তি যোদ্ধা হত সবাই মানলে তাদের ধর্ম,
নইলে তাদের এক নিমিশেই কেড়ে নিত কর্ম।
থাকলে সাথে জামাই আদর করে নিত সঙ্গি,
নইলে রাজাকােরের ট্যাগ দিয়ে বলত ওরা জঙ্গি।
১৬ বছর এক চেয়ারে বসার সগৌরবে,
মানুষকে আর মানুষই সে ভাবিতনা ভবে।
এমন জালেম যুগে যুগে আসবে কথা সত্যি,
কিন্তু পাপের বোঝা নিজের কাঁধে বহন করবে ঠিকই।
বিরুধীমত দমন করতে গড়লো আয়নাঘর,
যার খেশারত দিতে হবে জনমজনম ভর।
হাজার হাজার মানুষ মেরেও বুক কাপেনা তার,
বিপরীতে দাম্ভিকতা আর করছে অহংকার।
কারো পা নাই হাত নাই কারো নেই কারো চোখ,
এত কিছুর পরও জোড় গলা তার, এ সে কেমন লোক?
লগি বৈঠা, শাপলা চত্তর, বিডিআর বিদ্রোহ,
সবকিছু ভুলেও ভুলেনি সে এই ক্ষমতার মোহ।
যার কারণে ২৪ শে এসে চায় স্থায়ী পরিত্রান,
বিনিময়ে ফুসে ওঠে মানুষ ঘটায় অভ্যুথান।
ইসলামী দল ও বিরুধীদলের লোকেদের দেয় ফাঁসি
সারা রাত ধরে মদ খায় আর হাসে অট্টহাসি।
আল্লাহ জালেমেরে ছাড় দেয় তবে দেয়না কভু ছেড়ে,
সময়মত দিল্লি পাঠায় গলার টুটি ধরে,
আলেমদেরকে রাজাকার বলে জঙ্গি নাটক সাজায়,
মিথ্যা কথায় ৭১ এর চেনার বাজনা বাজায়।
সব চেতনা জাতি জেনেছে আর চলে না তা,
মানুষে মানুষে রেষা রেষী নাই চলছেই একতা।
বৈষম্যহীন সমাজ গড়ার তরে জনতা আজ রাজি,
শত বাধা আর আগ্রসান রুখতে ধরবে জীবন বাজি।
এটাই হলো আজকের দেশ ২৪ এর বাংলাদেশ,
চেতনা ব্যবসার ঠাই নাই, নাই স্বৈরাতন্ত্রের খেলা,
ইসলাম ছিল ইসলাম আছে এটা ইসলামের পাঠশালা।
ধ্বংস করতে, চেয়েছিল তারা ইসলাম হোক শেষ,
ইসলামই আজ সবার চাওয়া এটাই ২৪ এর বাংলাদেশ।