আবার যদি কাব্য লিখি তোমার কথা লিখবো সেথা
হঠাৎ যদি ফিরে আসি তোমার প্রেমে ঘুচবে ব্যথা।
রূপ বাহারি সোনা বরণ আবার এসো স্বপন ঘরে, তোমার কবি ব্যথাতুরা খুঁজছে তোমায় চরাচরে।
মাঠ পেরিয়ে ঘাট পেরিয়ে খুঁজছি তোমায় ভুবনময় ,
তোমায় যদি না পাই সখি থাকবে না হৃদ আর অক্ষয়।
চলবো না আর একা পথে তোমায় সাথে নেবো আমি
চুপটি করে থেকো না গো দুটো কথা বলো তুমি ।
বৃষ্টি এলে ভিজবো দুজন নদীর পারের পিছিল মাঠে
বিকেল বেলা যাবো ঝিলে শাপলা যেথা আছে ফুটে।
পাখির সনে মুগ্ধমনে যাব দূর সেই তেপান্তর
কলা পাতার ছাউনি দিয়ে বাঁধবো সেথা আপন ঘর ।
আঁধার রাতে তোমার সাথে আম কুড়াবো ঝড় আলোয়,
মিলন মেলায় মরলে কি আর মন পাখিটার হবে ক্ষয়?
এলো কেশে আমার পাশে থাকবে তুমি হিজলতলে ,
নতুন তানে বাঁশির গানে মনের কথা যাব বলে।
আমায় তুমি বাসলে ভালো নতুন করে হবো কবি
দেখবে তখন হৃদয় কোণে আঁকছি শুধু তোমার ছবি ।
জগৎটাকে যাব ভুলে তোমায় পেলে প্রিয় সখি
থাকবে না আর মন ভুলানো পাপী হাতের মত্ত সাকী।
আবার ফিরে তোমায় নিয়ে লিখবো আমার কাব্য গান
তোমায় পেয়ে কবি হবো সুরে দিবো নতুন তান ।।