হঠাৎ খবর আসবে মা-মণি এলো ৷
মা-মণি এলে…
মোড় পাবে জীবনের স্রোত;
কায়মনে হবে ঢের ফুর্তি ৷
আমার মা-মণি চুমুই চুমুই
মুছে দেবে আমার ললাটের বিভ্রাট রেখা;
আমি খাবনা আর অশুভ ঘুরপাক ৷
আশার আলোটি আবার জ্বলবে টিপটিপ করে
কবিতা গল্প নিশিথের গান থাকবে আমার ক্রোড়ে৷
মন করবে খুব সকালে ঘুম থেকে উঠি ৷
মা-মণি এলে…
কেন লেখব কবিতার চরণ?
কেন যাব একা একা আলপথে,
শুনতে বাতাসে হতাশার আর্তনাদ ৷
কেন জাগব আঁখিভেজা গভীর রজনী ?
কেন ফুটাবো ফুল কলি গোলাপ বেলি,
রজনীগন্ধার গন্ধ কেন নেব?
মা-মণি এলে…
সহসা যাব না ক্ষেপে,
মাথায় হাত রাখলে হয়ে যাব অবুঝ শিশু
কচি হাতে জড়ালে গলা পেয়ে যাব হাজার স্বর্গ ৷
আমার কুড়ে ঘরটি হবে স্বর্গোদ্যান ৷