যেই হাসিতে উঠে শশী ছড়ায় নিশির আলো,
সেই সে নিশির শশী আজি আমার ঘরে এলো।
কোন আকাশে ছিলি ওরে আলোর  দিবাকর?
তোর আসাতে পেলাম সবি ভরলো আমার ঘর।
তুই যে এলি ফুটলো ফুল হাসছে ফুলের দল,
তোর হাসিতে হাসে তরু বৃক্ষ অবিরল।
বিষন্ন মনে তুই যে সুখ,তুই যে সুখের নীড়
তোর মাঝেতে বাঁচি আমি ভুলে যাই অস্থির।
আমায় আমি পেলাম খুঁজে তোর বিভবের মাঝে,
আমার মনের সব বাসনা তোর সুরেতে  বাজে
তোর হাসিতে বিলায় ভুবন  বিলায় কবির মন,
তোর লাগি যে কতো আশা  কত আয়োজন।।