এক বিন্দু ভালবাসার স্বীকার
কোথায় যে উবে গেল?
রাত হলে, মনখারাপের অনুপ্রবেশ
দেশ মানেনা, মননের স্বাতন্ত্র্য্
বুকের মধ্যে ফেলে আসা অতীত
আর না পেরুনো ভবিষ্যতের অন্তরীণে জড়িয়ে পরে.
দাম কষাকষি শেষ হলে , কর জোড়ে, বলতে ইচ্ছে করে,
ভুলে গিয়েই যদি ভাল থাকা যায়, তবে সে ভাল এত মলিন কেন ছিল ? বললেই তো পারতে, কেটে পড়ুন.
বিস্বাদ লেগে আছে থ্যতলে যাওয়া জিবে,
যেন বুকের অন্তহীন ফেনায়, আমাদের
দূষিত অধ্যায়, কিছুতেই ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে না....
কি ভাবে... এই ভাবেই বলা যায়... ভালবাসি...আপনাকে?
ক্রমাগত