তোমার বুকেতে রেখে বুক
পথচারী পানকৌড়ি সুখ
যাযাবর যারা ছিল বা আছে
সব ভুলে মন ভুল মিছে
আজ তারা পরবাসী প্রেম
গন্ধহীন বর্ণহীন ভিন্ন এলেম
বিকিয়েছে সমগ্র পৃথিবী চঞ্চল
বুকেতে রেখেছে বুক দীর্ঘ বিহ্বল..
সব শুনে বুঝে নিলে দায়, কিছু যদি না বুঝে থাক..
কিছু যদি অসম্পূর্ণ থেকে থাকে তবে, ভেবে দেখ মন খুলে তবে ঘটে যেতে পারে পরিচয়...
এই সকল ক্লান্ত কিছু স্মৃতি গড়াগড়ি খেয়ে যাবে পিছু
সন্ধানে বিপরীতে বসে, অনন্ত রাতের কাছে নিচু
যদি ঠুকি কিছু কিছু আশা..জি ইয়ে রেখে ছিলে বলে
হাতে হাত এলে.. মুখেতে ঠেকাই তাকে ঠোঁটে?
যদি কিছু আপত্তি বেয়াদপি ভুলে, মনেতে খসে গেলে ভয়, দুহাতে জড়াই তাকে বুকে...
সুখ তাকে তুমি বল, আমি তাকে চিনি উপন্যাসে
বংকিমের মৃণালিনী, শরৎ এর পরিনীতা বা
বা হুমায়ুনের রূপার মত,পৃথিবীর বড্ড শীতলতায়, যারা সাদা হয়ে গেছে, ভালবেসে..
আমি তাদের বেসেছি তাদেরই মত করে ভাল..
পানকৌড়ি ডুবে ডুবে.. কিছু... বিশ্বাস আর অবিশ্বাসে বেঁচে থাকা শিশু...