এখন আর ফেলে আসা প্রেমিকা আমাকে কাঁদায় না
অনেক ভালোবেসে এই সেদিনো তার জন্য মন কেমন করে
স্ত্রীকে কেমন দূরের মনে হত, এই প্রেমিকার জন্যই তো
কেমন করে বাঁধা ভেঙে কত যুক্তি সাজাতাম, পরকীয়া পক্ষে রাশি রাশি লেখায়, ভরে দিতাম ফেসবুকি কবিতার
পসার, মনে হত জীবনে কি যেন একটা হারিয়ে ফেলে মস্ত কিছু বঞ্চিত হলাম. কিছু সময় কেন মন খারাপ তাও জানতাম না. পাবলিক পরিবহনে চলা সেই সময়ে, শুধু পরকীয়া প্রেমিকার সাথে একবার দেখা হবে বলে...সাউথ থেকে নর্থ যেতে পিছপা হতাম না..
আজ আর পুরাতন প্রেমিকা টানে না...তাকে আমি
অনেক ভেবেছি আর এত ভেবেছি বলেই হয়তো
আজ আর ভাবার জন্য মন উতলা হয় না...
এই ফুরফুরে জীবনে .... আমার কাছে সে এখন আর একজন পরিচিতা...