একটু রোদ্দুর যদি আমায়
আরও একটু উষ্ণতা এনে দিত এই
প্রত্যাখ্যাত প্রত্নতাত্ত্বিক জীবনের
সংলাপগুলোর অন্তরীণ অভ্যুত্থানে
যেখানে তোমার মৃতপ্রায় শব্দগুলো
হাজার অপেক্ষার অশনি নিয়ে
দাঁড়িয়ে থাকে, দাঁড়ীয়ে থাকে অব্যক্ত
কষ্টের রিক্ততার পাঁচালি


কি কথা লেখাছিল যুগ যুগ ধরে
সমস্ত হৃদয়ে
যারা নিজেদের বলত, প্রেমিক - প্রেমিকা
গোপনের সমস্ত আবরণ ঢেকে
কি কথা অনায়াসে যেত শোনা
সকল অবনীর সাথে
ঘোর পলাশীর ভোরে, ওই উষ্ণতার আহবান
মানুষের সীমানা অনেক যুগের, অনেক কালের
ওপারে ঘুমিয়ে থাকা রোদ্দুরের ইতিবৃত্ত