বৃষ্টি পড়ছে আজ, বেশ জোরে জোরে,
রাস্তা গুলো ভিজছে, ভিজছে গাড়ির চাকা
উঠোন ভিজছে, ভিজছে ঘরহীন এই সভ্যতার
সমকালীন বেঁচে থাকার যাত্রী... ভিজছে সময়.
জানালার পাশে আমার মন একবার ডুবে যাচ্ছে
পুড়ানো সময়ে, আবার ফিরে আসছে ঝম ঝম শব্দে
বিষাদ গ্রাস করছে ক্রমশ, কেমন করে কেটে যাচ্ছে
এই প্লাবিত গ্রহে এক একটা দিন বর্ণহীন..
মন ভিজে যাচ্ছে বৃষ্টির ঝাপটায়, অপেক্ষাকৃত ঠাণ্ডা ঘরে, এই বিবরীত যে জীবন এসে এতটা সময় ধরে
ক্রমশ যে বাস্তবতা গড়ে গেল... সেকি আমার?
নক্ষত্র জ্বলছে, আলো আর অন্ধকারে আমার প্রিয় গ্রহ
ঘুরে চলেছে... আমায় নিয়ে... বৃষ্টি পড়ছে..বৃষ্টি ঝরছে..