আমাদের ভাষা থেকে বেশ কিছু উঞ্চতা
উবে গেছে ফসিলের দেশে , শুকনো সম্ভাষণ
পড়ে আছে ইমেলের অতল কালের আবরণে
যেন সে চেয়েছিল বিকেল থেকে রাত ঘনালে
পানের ক্ষেতে অন্ধকার আভরণে
জলপড়ি সংগোপন হাটা ছায়াদের সাথে
মাথায় যেন নেই উত্তাপ, নেই কোনও
বার্ধক্যের হাতছানি হাত খোঁজা,
শব্দের কৌশলি ব্যকরণ আজ নেমেছে
মেদহীন স্লিম নির্বাচিত উল্লাসে, যেন হাতবদল
হলে কিই বা এসে যায়, পরিসং্খ্যন মেপে এস এম এসে
দিতে পারি বার্তা, আগে যা দুখের ছিল...একদিন
আজ যে নিতান্ত বাস্তবের ঘনঘটা, শুধু কয়েকটা অস্তহীন রাতের দুচার পা পরিবর্তণ ... তারপর সেই
শব্দের দীর্ঘশ্বাস পিছু ফেলে আবার যাত্রা
ফসিলে দেশে... অতিমানবিক অসম্পূর্নতা যেন ধেয়ে আসে...তারপর হঠাৎ একদিন পুরানো ইমেল খুলে ... পিছুটানে দু একটি শব্দের বিদ্রোহ ...