আমার বুকে মুখ রেখে যে চুমু খাও
সেই চুমু কি ভুলতে পারে অতীত টাও
সেই যে কিছু অবলম্বন ঘনঘটা
হয়তো কিছু প্রতিশ্রুতি উদাস প্রেম
আমার অতীত এর থেকেতো ভিন্ন নয়
হাতবদলের দখলদারি কাব্যময়
কোনটা বেশি কোনটা বা কম, মগ্নতা..
সব কিছুতেই জড়িয়ে আছে নগ্নতা..
মুখের মধ্যে বুকের ব্যথা যত্ন পায়
হাজার শব্দে বন্দি করা আদ্রতায়
সে ভিজেছে লক্ষ জীবন মুগ্ধতায়
জোঁয়ার ভাটার হিসেব বিহীন মগ্নতায়
আমার খাতা ফুরিয়ে গেছে গল্পহীন
লেখার ভাষা পায়না হদিস অন্তরীণ
গোঙরে ওঠা বুকের পাশে মুখ লুকাও
কান্না ভেজা ঠোঁটের ফাঁকে হুমরি খাও
কি যে খোঁজ, কার দেওয়ালে সুখ আছে
ঝালাই করে হৃদয় যদি পায় খুঁজে
বন্য প্রেমের ছটফটানি পাশ বালিশ
আদর কৌটা জবর দখল সেই নালিশ
কে যে পাশে কে যে দুরে কে জানে
কার বুকেতে মুখ রাখলে দুখ ঢাকে
আমার জীবন ভিন্ন কিছু আকাঙ্ক্ষায়
চুমুর বাজার ঘাটতে থাকে আশংকায়
সেই রজনী প্রহর গুনে শুনতে চায়...
আমিও তোমার অতীত হব কালবেলায়.