আমাদের কথা বলা সময়ে তুমি এস
এই যে শতাব্দীর আলো আধাঁর ঘিরে
আমাদের আজ প্রান্তিক বেঁচে থাকার ঝোঁক
যেখানে একটুও সময় নেই তোমাকে শোনার
আমি জানি আজো নদী থেকে প্রথম মাঠে জল এলে
মন ভিজে যেতে পারত... ইলসি গুড়ি বৃষ্টি আর থপথপে শব্দে, এই প্রান্তরে যে মানুষ এতদিন হেঁটেছে..যে মানুষ বুকের মাধুর্ঝে অসংখ্য দিন পেরিয়ে... মেনে নিতে পারত... কেউ আছে..তাকে বলা যায়...
আজ অসম্ভব দ্রুততা র দ্বন্দ্বে ঘুরে যাচ্ছে যা কিছু ভাললাগার মনন... চমকে চমকে শুধু এক তুমি দুই তুমি হাজার তুমি আর আমি হয়ে যাচ্ছি...
আমাদের কথাও পাল্টে যাচ্ছে...সেই কথা এতদিন এই পৃথিবীর বুকে কত মুখে শুনেছে ..এই প্রাচীন হাওয়া, আকাশ ও শত শত অন্ধকারে ঢাকা হৃদয়.