আমার এখন আর কথা বলতে ভাল লাগে না. ..
আমি দেখেছি ..কথায় তুমি হাঁস বা কাঁদ ..খুশি হও বা কষ্ট পাও.... এর আলাদা আর দেখে উঠতে পারিনি...
তুমি কথা বল্লে আমি শুনি.... হাসি - দুখখ ...কিছু টের পাওনা...তবু কত কথা বলে চল...
তোমার শেখা কথা..মানবিক অনুভূতির চাদর দিয়ে ঢাকা...পরিপূর্ণ...তাই কথা চলতে থাকে...শেয হয় না...
আমার আর কথা নেই... যেন এযাবৎ বলে এসেছি
শেখা কথা তোমার কথা আমার কথা..তার কথা...
চারপাশের আলো আর অন্ধকারে কান পাতি..ফিসফিস..হাওয়ার কথা...এযাবৎ বলা কত কথা..ঘুমিয়েছে কি, নাকি..ভেসে ভেসে আছে
ইথারে ইথারে...পুরানো মানুষ যারা ছিল...আমার কাছের ও যারা ছিল... তাদেরই কথা শুকিয়ে রয়েnছে বোধ হয়...কোলাহল...মুহুর মুহুর উৎসব...
আমি আর বলিনা কথা তেমন...অনেক কথাই বলেছি যে এতদিন.....