আজ কাল মাঝে মাঝেই চিন্তাটা মাথাচারা দিয়ে ওঠে/
কিই বা বাকি আছে, দহন শোষণ, জয় পরাজয়..
জিইয়ে রেখে দিননির্বাহন, সরিসৃপ আত্মজার মত
সমস্ত অনুভুতিই তো পেরিয়ে এলাম...জীবন এখন
মখমলের রিলের মত ফ্লাসব্যাক....আর ক্রমাগত বিবেচনার.../

এই বেঁচে থাকা প্রতিটি মুহুর্তের চেতনায় আমি ছিলাম, আমার অনিভুতি তাই শব্দ হয়ে উঠে এসেছে, বেঁচে রয়েছে.../ তার ত্বকের পেল্লাব ঘ্রাণে, আমি তাকে জীয়ন কাঠিতেই বেঁধেছি...কিছু ভুলিনি এবং তাই, আজ
পরিশ্রান্ত লাগে..হলদেটে মেঘে ঢাকা চাঁদের সাথে আর প্রেম জমে না... শিশিরের গোপন ভেজে ভেজা ভনিতায় আমি সারা দেইনা..../  মানবিক,  সমস্ত মানবিক অন্ধকার ঘিরে আমি পরিচিত মানুষের রং দেখি... তারা সাদা, লাল কিংবা বর্নহীন..এদের আমি চিনি../.আমি এদের সাথেই এক দেশহীন, দর্শণহীন, সামাজিক আইনশুন্য, প্রকৃতিতে এসেছিলাম... তারপর এদেরি দলের হয়ে...এই দেশ..এই প্রেম ..এই এক সাগর নিয়মের রোশনাই বয়ে বয়ে..কেমন এবং কিভাবেই ...এক নাগরিক সভ্যতার সদস্য হয়ে গেলাম... প্রকৃতি !..নাকি আমারই সভ্যতা আমাকে এত কিছু শেখাল...... আমার শুন্য লাগছে প্রায়শ..ই তাই/  ..


প্রায়শই সেই ডাকে আর সারা দিতে ভাল লাগে না../. শেখার আয়োজনে..আমি আজ কিছুতেই আমি নেই.../ তবু মানুষের সমস্ত আয়োজনে শেখার এত তাগিদ... অনেক অনেক শেখার ভারে ... আর বিশেষ কি রয়েছে অবশিষ্ট...!  নাকি সমস্ত শেষ হয়ে যাবার পরে ফ্লাসব্যক দিনলিপি আকরে আরো কিছুদিন প্রাজ্ঞ হওয়া যায় !.... এই জেনেও যে রং এ আমি তাকে  করেছি রংগিন, সে রং তার কোনদিন চেনা হয়না..শেখালেও না... যতদুর তাই প্রায়শই চোখ যায়...আমি কিছুতেই আমি খুঁজে পাই না...