মা

তাকিয়ে দেখি মাথার উপর তোমার হাত
দূর সমুদ্র নিরপরাধ.. কেমন আছ?
পায়ের ব্যথা প্রেসারে ঘোর, কেমন করে দিন কাটাও মা, একলা করা সেই অবরোধ.. নামল কেন? বাড়লে বয়স... একলা করে হাওয়াই জাহাজ যায় যে দূরে, তোমার থেকে অনেক দূরে, সম্ভাষণ..কেমন আছ..?

আমার দিনের রাজত্বতে অংশীদার.. সময় খেকো পোকাগুলো কামড়ে যায়, রোজই আমার কেনা বেচা ওজন হয়, পোকার রক্তের সুখের হদিস খোঁজার ভয়, আকরে থাকে প্রেমের ঝুলি গন্তব্য
ঠিকানাটা পাল্টে গেছে , কর্তব্য!

তুমিও যদি পাল্টে যেতে, কোমল স্বর, বুকের মধ্যে বিধিনিষেধ ঝড়ের টান... মা একবার না হয়... মুখ লুকিয়ে বলতে চাই... কেমন করে শান্তি নামে থামছে লড়াই... কেমন করে পোকা গুলো উধাও হয়...কেমন করে তোমার পাশে জীবন পাই ?
তাকিয়ে দেখি মাথার উপর তোমার হাত
দূর সমুদ্র নিরপরাধ..