বর্ণহীন বসতির প্রেম আর অপ্রেমে
আমার এই অর্থহীন আড়ম্বর উপলন্ধী
বুঝে চলে, যদি শরীর না পেলে মন ভাঙ্গে
ভাঙ্গে, পালতোলা বিশ্বাসের রোশনাই


আর মনের খেয়ালে যদি শরীর না আসে,
যদি কোন দ্বিধায় ধাঁধায় বাধা পরে পা চলা
যদি কথা দেওয়া ও কথা নেওয়ার আদিম খেলায়
চলে যায় আমাদের বসতির রোদ ফাগুন

তখন কি মুখোমুখি  
প্রবাহিত জীবনের বিবরণী
রেখে দিতে পারে, কিছু ভবিষ্যৎ

নাকি ভবিষ্যৎ গড়েই উঠেছে, এই বিবরণে
তুমি মেয়ে হয়েছে বলেই আমার ছেলে হবার তীব্রতা
প্রবহমান ভবিষ্যতের আতুরের গন্ধে শুধু তোমার শরীর
আর আমার শরীর
মন ঔপনিবেশিক উল্লাসে ভাঙ্গে আবার ভাঙ্গে না।