আমার ভিতর এক আমি লুকিয়ে আছে
তাকে ছুঁয়ে দিলে, মুড়ে দিলে এবং পিষে দিলে
সে কেমন পাল্টে যায়, শিখে পড়ে অস্ত্রে সে
প্রতিবাদী শব্দে বাহবা কুড়ায়, নিজেকে বাঁচায়.
যেদিন ঝড় আসে, আকাশের সব রং কালো হয়ে ফোটে,
সেদিন সে কেমন কোমল হয়ে ওঠে, মনে হয় কেউ যদি পিষে যেত, আজ আর বাঁচাতাম না.
বৃষ্টিতে আমি ভিজে যায়, শীত শীত ঘনত্বে মাপতে থাকে ,
কতখানি নিষেধে মেপে নিলে আমি নিষেধ হয়ে ওঠে
প্রসাধনে ছিম ছাম শরীরে আতরের গন্ধ পাই, প্রতিবাদ প্রতিকি হয়ে মিশে যায়...
সমূদ্রে নামতে নামতে নোংগর আসে... হয়ত এরপর আর থামা যেত না... আমি আবার আমিতে ফিরি
শব্দের দেশে...নিয়মের দেশে..