এই যে চুম্বকের মত ডুবে থাকি তোমার শরীর আর শরীর ঘাটা দিনে
বিরতির বিলাসিতা নেই বলে, তুমি পাল্টাতে থাক, এক তুমি দুই তুমি
কেউ কেউ হৃদয়হীন তার যৌক্তিক তায় আমাকে শোধরাতে চায়
যেন উত্তরাধিকার সূত্রে পাওয়া এক প্রগাঢ় দায়।
শব্দের ঘেরা জালে, আমার বিবস্ত্র উল্লাস, পানিয়ের মত ঝরে পরে
পাতা খসা বসন্তের মত, ওই মুখগুলো কি যে ক্রমাগত বলে চলে
আমার ক্ষুধার কাছে, প্রলাপের মতই এড়িয়ে চলি - এক শরীর
দুই শরীর, শত শরীরে গোপন আবদার, এই সকল গ্রন্থকীট
অপ্রেমিক বা অপ্রেমিকার হৃদয়ে এসেছে কি কোনদিন
বৃষ্টিতে দেখেছে কি কেমন ঝম ঝমে রাগ, অভিসার হয়ে
লুটিয়ে যায়, যেন অবিরত ধারা, এক হৃদয়ে বাসেনি বাঁধা
বা বাঁধতে জা্নেনি বলেই, এত উল্লাসেও জমে থাকে
সহস্র হ্রদয়ের কিছু কিছু হাহুতাস !