আপনার মুখের দিকে তাকালেই মনে হয়
অনেক প্রেম জড় করে রেখেছেন,
কিছুতো খরচ হয়েছেই বটে,
তবু অনেক অনেক বেশি জমানো ...যেন ঢেকে আছে.
প্রেম কি শরীরে নাকি মনে,
এই নিয়েতো বিস্তর টানাপোড়েন হল
তবু আপনিও জানেন .দিনফুরালে
আপনি আর একটু প্রেম জড় করে রেখেদেন
দেবেন বলে... ভালবাসবেন বলে..
মন দিয়ে ভালবাসলেও শরীর দেবার আকুতিতো থাকে
মনের কি আর প্রকাশ আছে ..শরীর ছাড়া...
আপনার চোখ ছমছম করা আবেদন...কিসের বলুনতো
গল্প করার নাকি ছুঁয়ে দেখার....
আমি চোখ ফেরাতে পারি না...
ফেরাবো বা কেন? আমার মনকেতো আমি এভাবেই চাই
আপনাকে দেখব...আপনাকে জানব..
আমরা সমকালীন, আপনাকে আমার ভাল লাগছে...