যারা ইতিহাসে নেই

এখন বাদামি বিকেল, ফেরি করে ফেরে না সময়
পালা বদলে হাতে গুনে বই হয়ে বেরিয়েছে নাম
এক প্রজন্ম বা আরো কিছু বেশি গড়ালে নেই দোষ
ইতিহাসে সমস্ত চরীত্রই মৃত, কেউ দাবি রাখেনা তেমন

তবু আমাদের রক্ত ঝরে, কাব্য এবং বিবাদে উপন্যাস মত অসংখ্য দিন, ভারি হয়ে ওঠে
যেন ইতিহাসের রাত্রিচরী গলা টিপে রেখেছে
রেখেছে এক অনির্বচনীয় সাবধানতায়, সকাল সন্ধ্যা...

যারা ফিরে গেছে, দেশ যাদের পারেনি দিতে পরিচয়
রক্তাক্ত বিবেকে যাদের বুকের পাঁজর ভেংগেও রক্তই বেরিয়েছে, অথচ রাজকীয় বলি দানে তাদের
সুকৌশল পরিত্রাণ, এই অবলিল পৃথিবীর কিছু উপন্যাস ভিন্ন আর কারো নেই হদিস..

সে হদিসে তার রূপে তাকে বলি প্রিয়, মলিন নাগরিক বিন্যাস সে আমার দিনরাত.. অধীন আর অধীনতার চিবুকে সে বোন সাই...তাকে কোনদিনও পারিনি দিতে এর বেশি ঠাঁই... সে সাধারণ..

রাতদিন বিজ্ঞাপনে মন আর মননে বিপণন..যেন এইতো তার একমাত্র...অবলম্বন...ইতিহাসে সে বহু বলেই একমাত্র হতে পারেনি.... পৃথিবী অগভীর কুয়তে ...অসংখ্য ভেসে বেড়ানো... বেঙ্গাচি
...