সময়ে প্রেমের উৎপাত কমে যায়...
সেই যে বল্লাম আপনাকে ভাললাগে,
তাতে কি এসে যায়, সাহস করে কি
এগিয়ে গিয়ে বলতে পারি...?
বিয়ে করা লোকের অন্য মেয়েকে ভালালাগা .
ছি ছি ..দুএকজন মেয়েবাজ বন্ধু ছাড়া কারো কাছে বলা যায় না... আমিও ভাবি, ভালইবা লাগবে কেন...
কই আমার ঠাকুমার বয়সি কাউকে তো ভাললাগে না...
ইচ্ছে করেনা .একট মুখ লুকিয়ে চুমু খাই ..কেমন জানি
ভাবতেই প্রাগৌতিহাসিক লাগে..আসলে শরীরে চমক না থাকলে মনে দোলা লাগে না. মুখে এক ধানসিঁড়ী হাসি
কিংবা ধরুন ঝাড়গ্রাম শালের সুবিশাল গভীরতার মত চোখ ..এড়িয়ে যাই কি করে. ভাললাগতে গেলে এগুলো চাই.গায়ের রং এ কিছু কি এসে যায়...সবসময় না হলেও মিথ্যে বলি কিকরে ..নিজেকে কিছুতেই এতো ঊদার করতে পারিনি ..
এগিয়ে গিয়ে বলাহয়না ...আসলে বুকের সাধগুলো ও খুব বেশি সময়ের না ..কিছুক্ষণ বা কিছুদিন পর আর মনে ভাসে না... সময়ে প্রেমের উৎপাত কমে যায়...পরে থাকে সম্পর্ক.
Xxxxxxxxxxxxxccccccccccccccc
সময় কিছুতেই আটকাতে পারি না.
আজকাল ঘুমালেই নাক ডাকি,
ঘুম যত গভীর হয়, নাক ডাকা নাকি ততো বাড়ে,
গভীর ঘুম হলেও আজ কাল আর গভীর চিন্তা আসেনা
এক হুজোগে বাংলাদেশি, কিছু বক বক করে ইনোভেশন শোনালো ..বড্ড ভারী লাগে আজ কাল ইনোভেটর, সায়েন্টীশট, লীডার. ইত্যাদি .. আমার কেবল মনে হয়..
কিছু করার নেই তাই এই সব করে বেরাই ..আসলে দিন ফুরালে আমার অনুভুতির কিছু তারতম্য ঘটে না.
আমি হাসতে জানি..কাদঁতে জানি..
দুএকটা প্রেমিকা ছেড়ে যায়নি এরকম ভাগ্যবান আমি না আবার ছেঁড়ে চলে গেলে কেউ আসেনি নতুন এরকম ভাগ্যহীন ও না ...প্যানপ্যানানি করে করে আমি আজ কাল কেমন যেন বুঝে গেছি., যাই করি না ..সময় কিছুতেই আটকাতে পারি না.
আর সময়ের চাকায় ১০০ বছর পর আমার একটা চুলের ও যখন হদিস সময় রাখবে না ..তখন আর কিসের গ্লোরি...ফেল করলে দুখ ...পাশ করলে সুখ... দুটোই যে ঘাঁটা হল সারা.