ফিরে আস আবার একদিন অন্তত:
জুড়িয়েছে ক্ষত সব আগুনের অধিক দহন
কাটা ধমনীর থেকে ফিনকি কষ্ট শুকিয়েছে বহুদিন
অন্ধকারের অজ্ঞাত বিদ্রোহ চলে গেছে না বলে অনেকদিন
খোঁজার দায় থেকেও নিয়েছি মুক্তি ! তুমি ভাল আছ এই বিশ্বাসে
এখনও একান্ত সময়ের সমস্ত অনধিকার শুধু তোমায় নিয়ে
বসন্তের সমস্ত উষ্ণতা সময়ের চাপে কেমন বেদখলি ।
হাত বদল আর মন বদলের উল্লাস কি একই হয়
নাকি, সেসকল ভুলে যেতে আমাদের এই সহজ
সরলীকৃত নির্বাচনী জীবন মেপে নিতে থাকে জয় পরাজয়
ইতিহাস সব কথা লিখে রাখতে ভয় পায়, তোমার পায়ের শিকল
মনের শিকল হয়ে কবে গেছে সে কথা, সামাজিক মান্যতা, পরিবার
সকলের বিধিনিষেধ অনর্গল দূরত্বে শীতল নীরবতা
ফিরে আস একদিন এ সকল নীরবতা ভেঙ্গে
একবার আবার মুখে নামুক মুখ, শরীরে বাধুক মনের বাসা
ফিরে আস আমার শত শতাব্দীর থেমে থাকা ভালবাসা।