এই যারা আজ মিছিলে হাঁটছে
শ্লোগানে শ্লোগানে কাঁপিয়ে দিচ্ছে
বুকেতে গুলি নিয়ে ঝাঁপিয়ে পড়ছে
তারা কি চায় ? তাদের কিসের দাবি?

বিপ্লব ? দিন বদল.? .. সুব্যবস্থা .নাকি সুবিচার ?
কিংবা তাদের ভাষায়, ন্যায় ? ... এ মহামুল্যবান
আর্জি নিয়ে, শহর গ্রাম জুড়ে যে সভ্যতার ব্যবস্থা
তার বিরোধী অবস্থানে আমাদের মিছিল এবং বিপ্লব

আমরা সবাই ন্যায় চাই ..রোজ, প্রতিমুহূর্তে ন্যায় চাই
সভ্যতার শুরু থেকে...যে ন্যায় অনাদায়ী ...
সেই ন্যায়ের পথে আমাদের এক দিগন্তের পা মেলানো...
এই মিছিল কিছুতেই থামছে না...কিছুতেই বিচার মিলছে না.

মনে হয় কেউ যেন বার বার  কেড়ে নেয় ন্যায়...
তাদের কাছে অন্যায়ের ফন্দি আছে ..আর আমরা আহাম্মকের মিছিলে রোজ বিক্রি করি আমাদের
বোধ বুদ্ধি দেশ নামক.  এক প্রগতিশীল শাসন যন্ত্রে

আমরা শাসক নির্বাচন করি..সে এক মহাসম্মেলনে
আমরা তুলে দেই তার হাতে আগ্নেয়াস্ত্র..আহা
নিয়মে তাকে বাঁধি বটে, তবু বার বার সে গুলি চালায়
নিয়মের আইনে বাঁধা তার কিছু সম্মোহিত চাকরে...

এই শাসকের দলে আমাদের ভীড়...আমাদের সবার হৃদয়ে শাসক বেড়ে ওঠে ...
বিচার  চাওয়া ঐ কচি কচি মানুষে আমি শুধু শাসক দেখি
ভিতর থেকে যে থুথু ওঠে আসে...আমি কিছুতেই তা সম্বরণ করতে পারিনা .. যে সে শাসক. হয়ে উঠবে না. .

বিশ্বাস করিনা...কেউ আর শাসক হতে চায় না ... যে গুলি খেয়েছে সেও আর যে মিছিলে হাঁটছে সেও....