কিছু যদি মন খারাপ হয়ে থাকে,
কিছু দূরত্ব যদি আরো দূরে চলে যায়,
হাত দুটো কেমন একা কি অহংকারে
আর খোঁজে না কারো হাত
আমি তখন হাহুতাস এই আকাশের নিচে
কিছুটা জিড়িয়ে নেবার ছলে, প্রক্ষেপ করি
কত দূর নক্ষত্রে ...যেন এর বেশি দূরত্ব আর নেই
সেখান থেকে, কত ছোট এই চাওয়া পাওয়ার
ছোবল পেরিয়ে তাকাই তোমার মুখে
ছোট হাসির মুখ, সময়ের পারদে মেপে মেপে
এই নিরন্তর শিত আর আলোতে কেমন মেখে
দেখি নি..কেমন করে অনেভ্যেগুলো ছুটে চলেছে
ভালবেসে কিছু আর ভালো না বেসে বেশ কিছু
অত দূরে থেকেই তাই ছোট হতে হতে এই
নিশ্চিহ্নের আভায় ভাসতে থাকি যেন কেউ নেই
কারো কোনদিন আসেনি কারও হতে.
দূরত্ব অনেক অনেক মানবিক হতে শেখায়.