উল্টে পাল্টে দেখতে পার খাঁটি কিনা
নকল হলেও বা ক্ষতি কি,
কিছুই তো আর চিরদিনের জন্য নয়,
চিরদিনের বলতেই বা কি বোঝায়?

মুল্যবোধের বাগধারাতে মাপকাঠি
নিক্তিতে কি বাটখারাটা, বুদ্ধিবাজ,
শক্তিদিয়ে তুমি স্বপ্ন রচলে বোঝাও
আসল নকল লড়াই করে যুক্তি সাজাও
দেশের আফিম খাঁইয়ে খাঁইয়ে
নেশার রাজ্য, গনতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র
আমায় তুমি চষে বেড়াও নাগরিকত্ব....

দেশের মধ্যে এবার তুমি আত্মা খোঁজ..
পতাকাতেই বন্দি কর আমার মন..কাব্য কথা
দেশের আফিম ভড় করে  রোজ যুক্তি বানাই
কথার পিঠে সমর্থণে পার্টি সাজাই...
আসল নকল সব মুছে এক যোদ্ধা হই...
রাজ্য গড়ি খাঁটি  হবার মগজ ধোলাই