ভেংগেছে মনের মত কিছু একটা
ঠিকানা পাল্টে যাওয়া
দেখ চেয়ে রাস্তার ভীড় করা স্মৃতি
সারা শরীর জুড়ে কেমন বেদখলি.
আমার কিছু বলার মত শব্দ নেই
নেই অজুহাতের কমল গন্ধার
মানবীক ব্যকরণে দৈনন্দিন দৈন্যতা
ঝেড়ে ফেলতে পারিনি, তাই
আজও হন্যে হয়ে খুঁজে ফিরি
নির্বাচণহীন এক পথ হারানো
দীশারি , নিপুন তার চোখে ঘন বনের মেঘ
মুখের কোমল জোৎস্নায় ফুটে প্রবল তারাদের দেশ
যেন পথ আগলে এতদিন অপেক্ষার ভার
দীশাহীন শংকাহীন নিরুদ্দেশ নিস্তার
পেরিয়ে বলি তাকে, এতদিন পর দেখা হলে
এবার কি যাবেন সাথে,
এবার কি গন্তব্য
আসংগ অভিন্ন
নাকি আরও কিছু ভীন্নতর ছিল আরো আলাদা
পরিচিত মেঘ উবে গেছে, কবেই
পিছুটানে নতুনের ঘ্রাণ যেন ম্লান
পথের ওপর পথ গেছে ভেংগে ...
এতদিনকার মনের মত কিছু