ব্যথার কোন রং নেই
তবু যখন কান্না হয়ে
ব্যথা ঝরে স্মৃতির প্রহর বুনে

ব্যথা কেমন কালো লাগে
ভাল করে দেখা যায় না
বোঝা যায় না
শুধু বোঝা যায় কেমন একটা কষ্ট
বুকের ভেতরটা ক্রমাগত ফাঁস লেগে
বেরোতে চাইছে .. পিছনের সব লেনদেনের
হিসেব আর একবার যদি মেটানো যেত.


ব্যথার ও  হয়তো ব্যথা আছে...
চার দিকে অসংশয়
হৃদয় নিয়ে দাঁড়ানো যেতে পারে
এই ভেবে অসংখ্য অবলম্বনের ভারে হেঁটেছি
ঘিরে ধরেছে আবার এক ভরশার পিদিম
বাণবিদ্ধ অতিতের অবলম্বন থেকে
ব্যথার কাহিনী ছিল তবু এই ভেবে বারং বার
এগিয়েছে কালো হতে
যাতে বর্ণে ডুবে যাই
কেউ না বুঝতে পারে ...

ব্যথার কোন রং নেই