আমার ব্যবস্থাপনায় আমি মুখর থাকি
একাকীত্বের অস্তিত্বে হৃদয় জুড়ে, প্রবল
শব্দ কাঁটা ছেঁড়া করে, হয়ত প্রাংগনে মুক্তির
বিকৃত অজুহাতে দোষ দিতে পিছপা হই না..
দূরত্বে দাঁড়ালে, ভাল করে বোঝা যায়...তুমি কাছে এলে, কত টুকু চিনে নিলে.. বলতে পারি আমিও
দূরত্বে কিছু থাকিনি. তবু ভীড় করে মহামানবীর
আহ্বানে আমাদের ক্ষুধিত সময় পেরিয়েছে.এই ভেবে, যে কে পথ পাল্টানো.. কে অচেনা হবার আয়োজনে বাকি টুকু যত টুকু জীবনকে জীবন বলা চলে কিনা ভেবে দেখে, এগিয়ে গেলে ভিড়ে.
আমাদের সন্তান কথা বলে আমাদের মৌলিক অধিকার, শরীর আর মনে লিপি বদ্ধ থাকে ইতিহাস স্মৃতি. বিকেলে মেঘ বওয়া রোদ, নিভু ভাঁটার ধমনী প্রবাহের স্বর, আমাদের নিছক মুহূর্তের চুমু এবং তারপর ... প্রবাহিত জীবনের ধারা বয়ে..আমাদের বেঁচে থাকা.. আজ জানি পুরাতন লাগছে বলেই
এই পথে জমেছে বিপুল বিকাতনের আলস্য, ছাই হয়ে জমেছে হৃদয়ের অসংখ্য বেয়াব্রুর বেয়াদপি
মনে পড়ে, অশনি তোমার ছিল, মিঠে ঠোঁটে বিহ্বল ঝাঁকুনি, রাত্রময় ঝরেছে কিছু কিছু প্রেম, রক্তাক্ত ধমনি, সেই বৃক্ষ, পাতা ঝরলে, তার প্রেম আরো গাঢ় হয়, তুমি কি নিষীক্তে আসক্ত নিভৃতে পরিণয়,
জানিনি কোনদিন, একজন্মে নারী ও পুরুষ হতে পারিনি, পারিনি সেই একাকীত্বেই ফেরাতে নিজেকে বিকৃত অজুহাতে... অনন্ত অশনি .