প্রগতির বাজেয়াপ্ত করনে আজ
পৃথিবী জুড়ে নেমেছে এক প্রলয়ের রেশ
বড্ড তারাতারি চলে যায় বেহিসাবি
সময়, তরুণের রক্তে ছিল সেই লেশ
ন্যায় অন্যায়ের হিসাবে যেত না কিছুতেই ফেঁসে
জীবন দিতে কিছু প্রাণ
যেত অনায়াসে অথবা সাহসে ..
জীবন সেতো যাবেই যেন .আজ কিংবা কিছু দেরি করে
আমাদের ঋণী করে কিছু আভিধানিক কর্তব্যে..
এই পৃথিবী যেন কিছুতেই পারেনি তাদের কাছে
আরো কিছু সময় চেয়ে নিতে ...

ওরা চলে যায় .আমাদের কিছু কথা হয়তো শোনাতে
চেয়েছিল আগন্তুক বেশে.হয়তো অনেক স্বপ্ন নিয়ে
ওরা চেয়েছিল ..আমরা ভাল থাকি...ভাল থাকুক দেশ


ভাল থাকা কিভাবে যায়? মানুষের ক্ষিধে মিটে গেলে?
শরীর ঢেকে গেলে কিছু কাপড়ে?
পেয়ে গেলে মাথার ওপরে ছাদ ..? কিভাবে?
কেউ জানেনি কোন দিন, তবু এক চিলতে আশা ভালথাকা... কম নয় নিশ্চয়!
ক্রমাগত মানবিক আশার প্রতি আমাদের ঢের আছে প্রত্যয়, জেনে নিও সে কিছুতেই সংগঠিত বিপ্লবের কিছু চোরাচালানি নেতাদের আড়ৎ নয়, মনে হয়,

ভাল থাকার বিল্পবে এক বিলাসিতা ভর করেছে দেখি
অন্ধকারে কেউ কেউ মানুষের মনে ঢুকে যাচ্ছে
আজ সে নেতা, গুলি তাকে এড়িয়ে চলে, আগামীর সে শাসক,
সেই বা তারা যুগে যুগে নিয়ে আসছে মগজ ধোলাই,
নিয়ে আসছে ভাল থাকার এক তীব্র শব্দসাম্রাজ্য...


ভাল থাকা এক প্রতিযোগিক আকাঙ্ক্ষা, এক বোধ নিয়ে দাঁড়িয়ে থাকা যে সভ্যতা আমরা গড়েছি, তার নিরিখে ..
যারা চলে গেছে বা আরও যাবেন, তাদের সেই বোধ কখন আসে না ..হয়তো...শাসকের হাত বদলে, তাদের মৃত্যু কিছুদুর ইতিহাসের পরে এক বিস্মৃত অধ্যায় মাত্র....