একদিন ঠিক বুড়ো হবো
তুমিও তখন হবে বুড়ি,
বয়স ছোঁবে আশির কোঠা
মনটা রবে উনিশ-কুড়ি!
পার্কে বসে হেলিয়ে মাথা
শীতল-প্রেমের আলিঙ্গনে,
মজবো দুজন মশকরাতে
অতীত স্মৃতি রোমন্থনে।
থাকবে কিছু ব্যথার স্মৃতি
ভুল-বোঝা ও ঝগড়াঝাঁটির,
সরিয়ে রেখে সেসব দূরে
বাঁধবো প্রেমে পরিপাটি।
তোমার-আমার গভীর প্রেমের
মুহূর্তরা মূর্ত হবে,
এক নিমেষেই ভাবনা সকল
উঠবে নেচে কলরবে।
সোহাগ মেখে আদর দেবো
রাখবো কাঁধে বিশ্বাসী হাত,
গল্পে-গানে-কাব্যিকতায়
জড়িয়ে রবেন রবীন্দ্রনাথ!
👴👵👴👵👴👵👴👵👴💞💝📙👴👵👴👵👴👵👴👵