যখন খুলেছো দুয়ার নতুন দিনের প্রাতে
তোমার সুরে মিলেছে আমার সুর,
আর আমাদের প্রেম ব্যাপন প্রক্রিয়াতে
ছড়িয়ে গিয়েছে দূর হতে বহুদূর।
ভেসেছে জীবন নতুন গানের স্রোতে
প্রেমের গন্ধে মাতোয়ারা ত্রিভুবন,
বুঝি “অনাদিকালের হৃদয়-উৎস হতে”
তোমারই আজই হয়েছে আগমন!
তুমি এলে তাই ফুল ফোটে গাছে গাছে
প্রাণপাখিটাও পেয়েছে নতুন ছন্দ,
উড়ি উড়ি মন ফুলে ফুলে ওই নাচে
ঘুচে গেছে যত পুরাতন দ্বিধা-দ্বন্দ্ব।
জীবন মেতেছে জীবনের জয়গানে
ভুলেছে সকলে হানাহানি-বিদ্বেষ,
সুখের লহরী ওঠে আজ ক্ষণে ক্ষণে
দুঃখের কিছু নেই আর অবশেষ।
কেটে গেছে যত যাতনার অমানিশা
প্রাণে প্রাণে তাই সীমাহীন কোলাহল,
তুমি এলে তাই জীবন পেয়েছে দিশা
অমৃত হলো বেদনার হলাহল।
ডুবেছে জগৎ সোনালি আলোর বানে
লেগেছে পরানে নবীন সূর্যালোক,
কাকলি-কূজনে ভ্রমরের গুঞ্জনে
উঠেছে আওয়াজ— ‘সকলের ভালো হোক।’
🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌤☀🌞🕊🐝🌅🌅🌅🌅🌅🌅🌅