নারী যে শক্তি নারী যে মুক্তি
নারীতে প্রাণের স্পন্দন,
অসীম ক্ষমতা মায়া ও মমতা
ভালোবাসার বন্ধন।

স্নেহের ঝরনা লাজুকবরণা
রূপের মাধুরী ভরা,
কোমল হৃদয় সদা রসময়
শান্তির বারিধারা।

দিয়েছে সুধা মিটায়ে ক্ষুধা
ভরেছে জীবনঘট,
কখনো সলাজে স্মৃতির কোলাজে
সাজালো মানসপট।

কখনো জননী কখনো ঘরনি
কখনো ভগিনী রূপে,
স্নেহ-প্রেম দিয়া রেখেছে ঘিরিয়া
প্রতিটি পদক্ষেপে।

আনত নয়নে লাজুক বদনে
ওষ্ঠে রাঙানো হাসি,
সেই হাসিমুখ প্রাণে আনে সুখ
মন বলে— ‘ভালোবাসি’।

তাহাদের হাসি বাজায়েছে বাঁশি
কত না প্রেমিক মনে,
কত না নব্য প্রেমেরই কাব্য
লিখেছে সংগোপনে।

তাহাদেরই রূপ থাকে নিশ্চুপ
তবু বলে কত কথা,
সেই কথা শুনে মায়াজাল বুনে
গড়ে ওঠে রূপকথা।

তাদেরই পরশে বরষে বরষে
সুখের তরণী বাওয়া,
তাহাদেরই টানে জীবনের গানে
স্বপ্নকে কাছে পাওয়া।

তারা শতরূপা তারা অপরূপা
প্রতিটি হৃদয়ে ঠাঁই,
তারা স্নেহময়ী তারা গুণময়ী
তুলনা তাদের নাই।

কখনো কালিকা জগৎপালিকা
ধরাকে করেছে স্বর্গ,
কখনো চণ্ডী ভেঙেছে গণ্ডি
তুলেছে দুহাতে খড়্গ।

কভু সে কন্যা কভু অনন্যা
কখনো প্রেয়সী বেশে,
যুগে যুগে তারা জুড়িয়া এ ধরা
ফিরিতেছে দেশে দেশে।

তারা যে মাতৃ জগদ্ধাত্রী
লালন করেছে বিশ্ব,
শত জ্বালা সয়ে সকলই বিলায়ে
নিজেরা হয়েছে নিঃস্ব।

তাহাদেরই নমি সে চরণ চুমি
বন্দনা গান গাই,
এ জীবনপথে নর ও নারীতে
কোনো ভেদাভেদ নাই।
👮‍♀️👷‍♀️💂‍♀️🕵️‍♀️👩‍⚕️👩‍🌾👩‍🍳👩‍🎓🤰🙏💗👩‍🏫👩‍🏭👩‍💻👩‍🔧👩‍🔬👩‍🎨👩‍🚒👩‍✈️👩‍🚀