[একটা লড়াই নিজের সাথে/একটা লড়াই অন্য,
একটা লড়াই প্রেমের পথে/একটা বাঁচার জন্য।]

লড়াইটা এখন নিজের সাথে নিজেরই,
তাই প্রতিদিন প্রতিক্ষণ নিজেকে ভেঙে আবার নতুন করে গড়ি!

বাইরের দুনিয়ার সাথে লড়াই?
সে তো রয়েইছে,
কিছুদিন ধরে ভেতরে ভেতরে
মন আর বিবেকের তীব্র অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে।
প্রতিরাতে বিছানাতে শুয়ে
নিজের ললাটলিখন পড়ি,
পরদিন নিজেকে টুকরো টুকরো করে ভেঙে নিয়ে
আবার তিলে তিলে নতুন করে গড়ি!

আমার প্রতিটা রক্তকণা জানে—
এই তীব্র যাতনা সয়েও বেঁচে থাকার কী যে মানে!
জীবনের বাজিতে হারিয়ে ফেলেছি সবকিছুই,
নেই তুমিও আমার পাশে।
তাতে আজ আর না কিছু যায় না কিছু আসে!
ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে বুকের পাঁজর,
অনুক্ষণ হৃদয়ে ঘটে চলেছে রক্তক্ষরণ।
তবু এই ঘৃণ্য সমাজটাকে
একটা জোরালো জবাব দেবার তাগিদেই—
দাঁতে দাঁত চেপে লড়ি,
তাই আজও পলে পলে নিজেকে ভাঙি
আবার তিলে তিলে ঠিক নতুন রূপে গড়ি!

কখনো-সখনো হঠাৎ—
খানিক মুহূর্ত ডুবি অতীত স্মৃতির সুখ-সায়রে,
পরের কয়েক সেকেন্ডেই ফিরি আবার
বাস্তবতার রুক্ষ পাথরে!
হোঁচট খেতে খেতে নগ্ন রক্তাক্ত পদে হাঁটি,
মুখ থুবড়ে পড়ে গিয়েও উঠে দাঁড়াই বারবার,
কারণ জানি লড়াইটা রাখতেই হবে জারি।
তাই সর্বদাই নিজেকে খণ্ডে খণ্ডে ভাঙি
আবার ক্রমশ একটু একটু করে গড়ি।

যখন হতাশার কালো মেঘে ঢাকে মনের আকাশ,
ক্ষুধাতুর পেট চায় শুধু এক টুকরো রুটির গ্রাস,
তখন বুকের মাঝে—
ধিকি ধিকি জ্বলা আগুনটাতে লাগে বাতাস।
সেই আঁচে সেকে নিই প্রতিটি মাংসপেশি, শিরা, উপশিরা...
মাছের আশায় বসে থাকা মাছরাঙার মতোই
বাইরে থাকি চুপচাপ, শান্ত, অনুদ্ধত।
কিন্তু ভেতরে ভেতরে চিল-চিৎকার জুড়ি!
কারণ আজও আমি অনুক্ষণ নিজের সাথে লড়ি
আর ক্ষণে ক্ষণে ভেঙে ‘আমার আমি’-কে
নতুন ভাবে নতুন ছাঁচে নতুন ঢংয়ে গড়ি!
🔨⚒🛠🔨⚒🛠🔨⚒👦👨💪👈🔨⚒🛠🔨⚒🛠🔨⚒