জীবন মানে কান্না-হাসি
দুঃখ-সুখের মেলা,
রৌদ্র-ছায়ার পাশাপাশি
লুকোচুরি খেলা।

জীবন মানে আগলবিহীন
স্বেছা-স্বাধীন বাঁচা,
ছন্দে-সুরে-তালে মেতে
আনন্দেতে নাচা।

জীবন মানে হাওয়ায় ভেসে
নিরুদ্দেশে পাড়ি,
জীবন যেন দুরন্ত এক
ছুটন্ত রেলগাড়ি।

জীবন মানে ব্যথার গরল
হাসিমুখেই পান,
জীবন মানে লড়াই জারি
শেকল ভাঙার গান।

জীবন মানে নতুন শুরু
সরিয়ে দুখের রাত,
জীবন মানে আলতো সোহাগ
জানিয়ে সুপ্রভাত।

জীবন মানে এগিয়ে চলা
স্রোতে ভেসে ভেসে,
জীবন মানে নোঙর ফেলা
সুখ-সায়রে এসে।

জীবন মানে জয়-পরাজয়
মন্দ-ভালোর দ্বন্দ্বে,
ধীরে ধীরে মাতাল হওয়া
প্রেমেরই সুগন্ধে।

জীবন মানে যাপন সুখে
আপন করে পাওয়া,
জীবন মানে সব বিলিয়ে
বিলীন হয়ে যাওয়া।

কর্মসাধন ধর্মপালন
জীবন জুড়েই রয়,
জীবন বলে, “সরাও দূরে
লজ্জা-ঘৃণা-ভয়।”

জীবন শেখায় বাসতে ভালো
জ্বালতে আলো প্রাণে,
বাঁচার মতো বাঁচে যারাই
তারাই ‘জীবন’ জানে।
💃🕺👯👯‍♂️🚶‍♀️🚶🏃‍♀️🏃👫🎇💕💝👬💑👩‍❤️‍👩👨‍❤️‍👨💏👩‍❤️‍💋‍👩👨‍❤️‍💋‍👨👨‍👩‍👧‍👦