হাওয়ায় ভেসে নিরুদ্দেশে
যাবই আমি তোমায় নিয়ে,
ছোট্টো কুটির শান্তির নীড়
গড়বো সেথায় স্বপন দিয়ে।

করবো বাগান ভরাবো প্রাণ
নানান ফুলের চাষ হবে,
ফুলের গন্ধে পরমানন্দে
মন যে মোর উদাস হবে।

মৌমাছি-দল বাজিয়ে মাদল
আসবে ফুলের মধু খেতে,
তোমায় পেয়ে গুনগুনিয়ে
ওরা সবাই উঠবে মেতে।

আসবে ভ্রমর কাটবে প্রহর
গুঞ্জরনের দোলনা দুলে,
সুখ-সায়রে সেই প্রহরে
কাটবো সাঁতার দুজনমিলে।

তোমায় নিয়ে বাউল হয়ে
মনের সুখে কাটবে জীবন,
ছন্দে নেচে হৃদয়-সেচে
আনবো তুলে মানিক-রতন।

গাছের পাতা কইবে কথা
ফিসফিসিয়ে কোমল স্বরে,
হাওয়ার দোলা করবে খেলা
আলতোকরে ঘিরবে ধরে।

পাগলপারা ঝরনাধারা
ছন্দ-কথায় গান শোনাবে,
মাছরাঙা তার রূপের বাহার
দেখিয়ে তোমার মন ভরাবে।

শালিক পাখি, ময়না পাখি,
বুলবুনি আর টুনটুনি সব,
ভরদুপুরে উঠোন জুড়ে
করবে খেলা আর কলরব।

শীতল ছায়ায় স্বপ্ন-মায়ায়
কাটবে দিবস কাটবে নিশি,
জ্যোৎস্না রাতে বনের পথে
বলবো তোমায়– ‘ভালোবাসি’।

নদীর পাড়ে মাঠের ধারে
জোনাকিদের বসবে আসর,
চাঁদ-তারারা দেবে পাহারা
জাগবে ঝিঁঝি বিবাহবাসর।

থাকবে তুমি রইবো আমি
অন্ত্যমিলে কাব্যকথার,
সকল বাঁধন টুটবে তখন
প্রেম-দরিয়ায় ছুটবে জোয়ার।

দুষ্টুমিতে থাকবো মেতে
সেই সোহাগের আতর ঢেলে,
প্রেমিক হবো তোমায় ছোঁবো
তুমি একটু আদর দিলে।

গান শোনাবো মন ভোলাবো
ভীমপলাশি, ইমন রাগে,
মন রাঙাবো ক্ষণ রাঙাবো
শেষ বিকেলের অস্তরাগে।

মান-অভিমান রাগ-অনুরাগ
একটু-আধটু রইবে বইকি,
আমার পাশে থাকলে তুমি
তখন আবার আমার ভয় কী?
🌬🌬🌬🌬🌬💨💨💨💨👫💑🌬🌬🌬🌬🌬💨💨💨💨